Market Status: Closed
  Monday, 25 Nov '24
   18:26:58 (BST)

চট্টগ্রাম, ১৮ জানূয়ারী, ২০১৮: আগামী ১ থকেে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জি.ই.সি কনভনেশন হলে চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে (সিএসই) আয়োজতি ৬ষ্ঠ ক্যাপটিাল র্মাকটে অ্যান্ড ইনভস্টেমন্টে ফয়োর ২০১৮ অনুষ্ঠতি হবে। পুঁজিবাজার সর্ম্পকে মানুষকে জানাতে এবং বনিয়িোগকারীদরে মধ্যে পুঁজিবাজারের সচতেনতা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়ছে ,সিএসই ২০০৫ সালে চট্টগ্রাম এ প্রথম এই মেলার আয়োজন করে । উল্লেখ্য যে, এরপর ক্রমান্বয়ে ২০০৭ সালে সিলেটে দ্বিতীয়, ২০০৯ সালে চট্টগ্রামে তৃতীয়, ২০১৪ সালে ঢাকায় চতুর্থ এবং ২০১৫ সালে চট্টগ্রামে পঞ্চম ক্যাপিটাল মার্কেট মেলার আয়োজন করে। ৬ষ্ঠ সি এস ই পুঁজবিাজার ও বনিয়িোগ মলো ২০১৮ এর লোগো নয়িে খোলা আকাশে বলেুন উঠয়িে সি এস ই আজ আনুষ্ঠানকি ভাবে মলোর প্রচার কাজ শূরু করলো। আগামী ফব্রেুয়ারি ১-৩, ২০১৮ তারিখে, বন্দরনগরী চট্টগ্রামরে জ.িই.সি কনভনেশন সন্টোরে সকাল ১০ টা থকেে রাত ৮টা র্পযন্ত সকলরে জন্য মলোর র্কাযক্রম চলব।বেলুনটি চট্টগ্রামের ব্যস্ততম এলাকা টাইগার পাস সড়করে নকিট থকেে উড়ানো হয়েছে উল্লেখ্য, এই মেলায় পুজিঁবাজার এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেমন স্টক ব্রোকার, র্মাচন্টে ব্যাংর্কাস, অ্যাসটে ম্যানজেমন্টে কোম্পান,িতালকিাভুক্ত ও তালকিাভুক্ত হয়নি এমন কোম্পানসিহ পুঁজবিাজাররে সব স্টইেকহোল্ডারা অংশগ্রহন করে থাকে। একইভাবে এ বছরও ১০০ টি প্রতিষ্ঠানের উপস্থিতির আয়োজন করা হয়েছে। মেলায় তিন ধনের স্টল থাকবে।তার মধ্যে প্যাভলিয়িন,মনিি প্যাভলিয়িন ও সাধারণ স্টলও থাকবে।স্টলগুলোর আকার হবে ৩২/১৬, ১৬/৮ এবং ৮/৮ এর। মেলায় বিস্তারিত জানতে: তানিয়া, ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| January 18, 2018 |